• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে সদ্য পাশ হওয়া নতুন সড়ক আইনের উপর সচেতনতা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

সদ্য পাশ হওয়া নতুন সড়ক পরিবহন আইনের সচেতনতা বাড়াতে লালমনিরহাটে পাড়ায় মহল্লায় চলছে প্রচারাভিযান ও সভা।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে আদিতমারী থানা হলরুমে পরিবহন চালক মালিকসহ সুধিজনদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সড়কের প্রাণহানী কমাতে সরকার সাম্প্রতিক সময় নতুন সড়ক পরিবহন আইন পাশ করে। এ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন মেনে চলতে জেলা ব্যাপী প্রচারাভিযান শুরু করেছে জেলা পুলিশ বাহিনী। এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজ, হাট বাজার, বাসটার্মিনাল, গুরুত্বপুর্ন সড়কসহ গ্রামগঞ্জে চলছে প্রচারাভিযান। এতে ট্রাফিক আইন ও তা ভঙ্গের শাস্তি নিয়েও আলোচনা করা হয়।এ সময় পথচারী ও চালক মালিকরা গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স তৈরীতে বিআরটিএ অফিসের দালালদের হয়রানী বন্ধ করতে সরকারের ঊর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। আদিতমারী থানা ভবনের মতবিনিময় সভায় চালক মালিকরাও বিআরটিএ অফিসের হয়রানী বন্ধের দাবি তুললে তা সমাধানের আশ্বাস দেন অতিথিরা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এসএম শফিকুল ইসলাম শফিক। নতুন আইনের বিশ্লেষণ করেন ট্রাফিক সার্জেন্ট শেখ ফরিদ উদ্দিন। 

থানা পুলিশের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ক্বারী হেলাল উদ্দিন, মহিষখোচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম খোকন, আদিতমারী প্রেস ক্লাবের সম্পাদক সুলতান হোসেন, লালমনিরহাট জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সমন্বয়ক খোরশেদ আলম সাগর ও গাড়ি চালক জাহিদ হোসেন প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –