• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণে দূর্নীতির অভিযোগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের ব্যপক অনিয়ম দূর্নীতির ও অভিযোগ উঠেছে। ২০১৫ সালে গরীব অস্বচ্ছল ও ভুমিহীন মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ বাসভবন পেয়েছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাঁচজন অস্বচ্ছল ভুমিহীন মুক্তিযোদ্ধা।

২০১৫ সালের শেষের দিকে নির্মাণ করা বাসভবনটি বসবাসের জন্য বুঝিয়ে দেয়া হলেও সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে তা আজ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দেখা দিয়েছে ফাটল। যে কোন মুহুর্তে ধ্বসে পরে হতে পারে বড় ধরণেরর দুর্ঘটনা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৫টি অস্বচ্ছল ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বাড়ি গুলো ব্যাপক অনিয়ম করে নির্মাণ করা হয়েছে। ২০১৫ সালে বাড়িগুলো মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে বুঝিয়ে দেয়া হলেও মাত্র ৪ বছরের মাথায় ফাটল সহ নানা দেখা দিয়েছে নানা সমস্যা। বাড়িগুতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন জাগয়ায় দেখা দিয়েছে ফাটল। যে কোন মুহুর্তে ধসে পড়ে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা। বাড়িগুলো সিডিউল অনুযায়ী করার কথা থাকলেও তা মানা হয়নি। বাড়ি প্রতি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ লক্ষ টাকা। তবে বাড়িগুলোর অবস্থা দেখে এলাকাবাসি সহ বিভিন্ন সচেতন ব্যক্তিদের ধারণা সেখানে ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। আরসিসি পিলার না করেই শুধুমাত্র ইটের উপরে করা হয়েছে ছাদ, ৫৬ মন রট ব্যবহারের কথা থাকলেও তা করা হয়নি, বাড়ি প্রতি ২৪ হাজার ইট, ফ্লর নির্মাণে প্যাটন ষ্টন, পরিমান মত সিমেন্ট ব্যবহার, ছাদের পুরুত্ব ৬ ইি দেয়ার কথা থাকলেও ব্যবহার করা হয়েছে ৪ ইি সিডিউল অনুযায়ী কাজ করা হয়নি বলে দাবী এলাকাবাসি মুক্তিযোদ্ধাদের সব পরিবারের।

এক পর্যায়ে কাজের অনিয়মের ফলে মুক্তিযোদ্ধারা বাড়ির কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার ও অত্র অফিসের সার্ভেয়ার তৌহিদুল ইসলামের দাপটে মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেয়া হবে না বলে নানা ভয়-ভীতি দেখিছিলেন।ব্যবহার করা যাচ্ছে না নলকুপ ও ওয়াস ব্লক সবকিছুই যেন অকেজো হয়ে পড়ে আছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকারের সাথে যোগাযোগ হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। পুনরায় বাড়িগুলো মেরামত করে বসবাসের উপযোগী করে দেয়ার দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারগুলো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –