• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে মনোনয়নের অপেক্ষায় ২৯ প্রার্থী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

লালমনিরহাটের টি সংসদীয় আসনে সব দল জোটের ২৯ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে তারা মনোনয়নপত্র জমাও দিয়েছেন। এখন তারা দলীয় বা জোটের মনোনয়ন পাওয়ায় অপেক্ষায় রয়েছেন।

জানা গেছে, লালমনিরহাট- আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামী লীগ সদস্য মকবুল হোসেন।

লালমনিরহাট- আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল পাটোয়ারী, হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক শামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা উপজেলার আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার লাঙ্গলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া জামায়াতের আবু হেনা মোহাম্মদ এরশাদ হোসেন সাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে লালমনিরহাট- আসনে (আদিতমারী-কালীগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল। এছাড়া বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সহ-সভাপতি সালেহ উদ্দিন আহমেদ হেলাল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ইঞ্জিনিয়ার কামাল হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন নিয়েছেন মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খান।

অন্য দিকে লালমনিরহাট- (সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ মোহাম্মদ দুলাল, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি এম পি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জাতীয় পার্টির (এরশাদ) কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পাটির অব্যাহতি পাওয়া নেতা একেএম মাহবুবুর রহমান মিঠু।

অন্যদিকে বিএনপির একক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। এছাড়া ইসলামী আন্দোলন বংলাদেশের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোকছেদুল ইসলাম।

 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –