• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ র‍্যাবের হাতে ধরা খেল অস্ত্র ব্যবসায়ী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

লালমনিরহাটের আদিতমারীতে শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিদেশি পিস্তলসহ শরিফুল ইসলাম (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। গ্রেফতার শরিফুল উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান। এর আগে শনিবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে থেকে তাকে আটক করে।

তিনি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র চোরাচালানসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র‍্যাব-১৩ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ শরিফুল ইসলামকে আটক করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে র‌্যাব-১৩ একটি মামলা করে আসামিকে থানায় সোপর্দ করেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –