• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

লালমনিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে দুই দিন ব্যাপী এই মেলার শেষ দিনে বিজয়ী শিক্ষার্থী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর।
 
গত ৯ নভেম্বর শুরু হওয়া এই মেলায় জেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক ও অভিভাবকবৃন্দ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন, আমাদের বাচ্চারা অনেক ভালো করছে। নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার ক্ষমতা তাদের আছে। এই আয়োজনের মধ্যে দিয়ে তাদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞান সমৃদ্ধ হবে।

তিনি আরো বলেন- বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশকে ডিজিটাল করেছেন, যার ফল ভোগ করছি আমরা। করোনাকালেও থমকে যেতে হয়নি আমাদের।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –