• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মামুন হোসেন (৩৫) নিহত হয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের বড়খাতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মামুন হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বেজ গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পাটগ্রাম থেকে লালমনিরহাট উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়। বাসে থাকা ২৫জন যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজে রেফার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

এদিকে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় লালমিনরহাট-বুড়ীমারী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা যানচলাচল স্বাভাবিক করেন।

হাতীবান্ধার থানার ওসি (তদন্ত) নাজির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারর সার্ভিস ও পুলিশ ঘটনা স্থালে গিয়ে লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে সচল করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –