• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে বালু ফেলতে না দেয়ায় অন্তঃসত্ত্বাসহ দুইজনকে মারধর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় বালু ফেলতে না দেয়ায় অন্তঃসত্ত্বাসহ দুইজনকে মারধরের অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে উপজেলার খোর্দ্দ বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই উপজেলার খোর্দ্দ বিছনদই এলাকার মকবার আলীর ছেলে মাসুদ রানা একই এলাকার আজিজার রহমানের ছেলে সামছুল ইসলামের বাড়ির সামনে সামছুলের জমিতে জোর করে ট্রাক দিয়ে বালু ফেলছিল। এ সময় সামসুল ইসলামের অন্তঃসত্ত্বা মেয়ে সুলতানা ও জামাতা আহসান হাবীব বালু ফেলতে বাধা দেয়। এতে মাসুদ রানাসহ প্রায় সাত থেকে আটজন সুলতানা ও আহসান হাবীবকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে সুলতানা বলেন, মাসুদ রানা আমাদের জমিতে জোর করে বালু ফেলছিল এ সময় আমি ও আমার স্বামী তাদের বাধা দিলে মাসুদ রানাসহ আরো কয়েকজন আমাদের মারধর শুরু করে। এ ঘটনায় আমার বাবা বাদী হয়ে রাতেই হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মাসুদ রানা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সরকারি জমিতে বালু ফেলছিলাম এ সময় হয়তো তাদের জমিতে একটু বালু পড়েছিল। কিন্তু তারা যখন এসে বললো তখন আমি বালু সরিয়ে নিতে একটু দেরি হওয়ায় তারাই আমাদের মারধর করেছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –