• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

লালমনিরহাটে বদলির পর জানা গেল চিকিৎসকের করোনা পজিটিভ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

সিভিল সার্জন বলেন, জেলায় আরও একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তার বয়স ৩৫ বছর।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে আরও এক চিকিৎসকের গত ১৬ মে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে পাচঁজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউল হাসান বলেন, ওই চিকিৎসক বদলি হয়ে গতকাল শুক্রবার (২২ মে) ফরিদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। তার করোনা পজিটিভ হওয়ায় তিনি এখন নিজ বাড়ি রাজবাড়ীতে অবস্থান করছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –