• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ও ভাঙার প্রতিবাদে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক এমপি (সংরক্ষিত নারী আসন) সফুরা বেগম রুমি, সংগঠনের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর আইনজীবী আকমল হোসেন আহমেদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম রাজু, বিশিষ্ট আইনজীবি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ও লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ, দুদকের পিপি অ্যাডভোকেট মশিউর রহমান, লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ স্বাধীন বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী চক্র বা সাম্প্রতিক অপশক্তির কোনো স্থান নেই। যারা বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে বা ভাঙচুর করেছে তাদের সবার বিরুদ্ধে আইন প্রয়োগ করে কঠোর শাস্তি দেয়ার কোনো বিকল্প নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –