• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক ১

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ বোতল ফেনসিডিলসহ মিলন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় তিস্তা প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। এ সময় অপর সহযোগী তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলাম পালিয়ে যান।

হাতীবান্ধা থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে ওই প্যাথলজিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় প্যাথলজি থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ বাড়াইপাড়া এলাকার মমিনুর রহমানের ছেলে মিলন মিয়াকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে মিলন জানান, ওই প্যাথলজির কর্মচারী বাড়াইপাড়া এলাকার জসির উদ্দিনের ছেলে শরিফুল ইসলামসহ তারা এ মাদক ব্যবসা করে আসছিলেন। এ সময় তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলামকে পুলিশ খুঁজলে তিনি পালিয়ে যান।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্যাথলজিতে মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের তদন্ত করে বের করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –