• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে নৌকার নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার সোহাগপুর এলাকার ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার ঘটনায় মেয়র প্রার্থীরা এক অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম বাবুল ও সমন্বয়কারী মো. সফিয়ার রহমান জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম সুইট নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন। তাঁর নির্বাচনী অফিসে গভীর রাতে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাজার এলাকার নৈশ প্রহরীর চিৎকারে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি অজ্ঞাত দুজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আগুনে অফিসের সামিয়ানা, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।

আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী মো. রাশেদুল ইসলাম সুইট বলেন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর মাঠ পর্যায়ে অবস্থান খারাপ। ভোটারদের নিরুৎসাহী করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বিএনপি মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান বলেন, আমাদের লোককে হয়রানি করার জন্য অগ্নিসংযোগের ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। যারা আগুন দিয়েছে তারা তাদেরই লোক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতেই ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –