• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

লালমনিরহাটে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

লালমনিরহাট সদরে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে নৌকা প্রার্থীর সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও এক থেকে দেড়শত জনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এর আগে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, মঙ্গলবার রাতের আধারে কে বা কারা লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

শফিকুল ইসলাম দিলু বলেন, আমি নৌকা মার্কার সমর্থক। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, আমরা হামলার রাজনীতি করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩৭ জন, মহিলা কাউন্সিলর পদে ১ ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোশারফ হোসেন রানা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম (হাত পাখা) ও স্বতন্ত্র মো. রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ)।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –