• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে গাছের চারা হাতে নিয়ে ধর্ষণকে লাল কার্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লালসবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে লালমনিরহাটে ”গাছের চারা হাতে নিয়ে ধর্ষণকে লাল কার্ড” এই কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার শহরের মজিদা কলেজ গেট সংলগ্ন মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) মারুফা জামাল।

জানা যায়, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ওসভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক গোলাম রসূল, সংগঠনের সিনিয়র সদস্য মোদাব্বির রহমান সোহাদ, সামী শ্রাবন প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৬১ টি জেলায় ৯৬ হাজার ২০০ গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –