• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে কৃষি শ্রমিক পরিবহনের নামে গাঁজা পরিবহন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

লালমনিরহাটে বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করার সময় দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে জেলা ডিবির (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির পশ্চিম ঢাকনাই গ্রামের এছাহাক আলীর পুত্র হাফিজুর রহমান ও লালমনিরহাট পৌরসভার বালাটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ওই বাসের সহকারী চালক নূরনবী ইসলাম।  

ডিবির (ওসি) ওমর ফারুক জানান, বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার ভোটমারী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কর্ণফুলী স্পেশাল রিজার্ভ বাস সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করা হয়। পরে বাসের লকার তল্লাশি করে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটি আটকসহ চালক হাফিজুর ও সহকারী চালক নূরনবীকে আটক করে ডিবি পুলিশ।

ওসি আরো জানান, এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক রুবেল নামে বাসটির মালিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –