• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে করোনায় প্রথম মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৯ জুন মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। এটাই জেলায় করোনায় প্রথম মৃত্যু। মৃত ব্যক্তি ওই উপজেলার টংভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বান্দরবানে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

তিনি জানান, ওই ব্যক্তি ৬ জুন নিজ বাড়িতে ফেরেন। করোনভাইরাসের উপসর্গ নিয়ে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই ৯ জুন তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে নেয়ার পর ওইদিন উপজেলা মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে।

সিভিল সার্জন আরো জানান, শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ ল্যাব থেকে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। লালমনিরহাট জেলায় এই প্রথম করোনাভাইরাসে কারো মৃত্যু হলো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –