• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২০  

লালমনিরহাট পৌরসভার তেলিপাড়ার গোল্ডেন বাজার ভাটাপাড়া গ্রামে জ্বর, গলাব্যাথা ও সর্দি কাশি নিয়ে আবু তালেব (৩৮) নামে এক গামের্ন্টস কর্মী মারা গেছে। শুক্রবার (৮মে) সকালে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। কয়েক দিন আগে অসুস্থ্য অবস্থায়  নিহত গামের্ন্টস কর্মী ঢাকার নারায়গঞ্জ হতে বাড়িতে আসে।

জানা যায়, ওই গ্রামের আকবর কাসাইয়ের পুত্র আবু তালেব ঢাকার নারায়নগঞ্জে গার্মেন্টস-এ কাজ করত। কয়েকদিন আগে আরো কয়েকজন কর্মীর সাথে নিজ বাড়ি তেলিপাড়ায় আসে। দু’দিন আগে অসুস্থ্যবোধ করলেও বিষয়টি পরিবারের স্বজনরা গোপন রাখে । শুক্রবার (৮মে) সকালে গুরুত্বর অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয় পরিবারের লোকজন। পরে ঘর থেকে বের করার সময় তার মৃত্যু হয়। নিহতের লাশ দুপুরে বিশেষ ব্যবস্থায় দ্রুত দাফন করেছে স্থানীয় প্রশাসন।

লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, খবর পেয়ে দ্রুত সেখানে নমুনা সংগ্রহ করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। নিহতের স্বজনদেরও  নমুনা নেয়া হয়েছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –