• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে আওয়ামী লীগ অফিস ভাংচুর, আটক ৩

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯  

লালমনিরহাটে মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বিলবোর্ড ফেস্টুন সড়ানোকে কেন্দ্র করে বড়বাড়ি ইউপি আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সদর উপজেলার বড়বাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- বড়বাড়ি ইউপির শিবরাম গ্রামের আব্দুল হাই এর ছেলে সাজেদুল ইসলাম সাজে, একই ইউপির খেদাবাগ গ্রামের আনছার আলীর ছেলে আমজাদ হোসেন ও একই ইউপির সাদেক নগর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মিঠু মিয়া।

লালমনিরহাট সদর থানার ওসি রায়হান আলী জানান, সদর উপজেলার বড়বাড়ি ইউপির শিমুলতলা মোড়ে মহাজোট প্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড ছিল। সেটি সড়িয়ে ফেলে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ছবি সাঁটানো হয়। যা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে বড়বাড়ি ইউপি আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে টিভিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয় বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম রাজু জানান, এ ইউপিতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন ও আওয়ামীলী কর্মীরা সব সময় নিরাপত্তাহীনতায় থাকে। তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনা। এঘটনা তারই প্রমাণ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –