• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাট-৩ আসনে এগিয়ে স্বপন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

লালমনিরহাট-৩ সদর আসনে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে এগিয়ে আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন। ছাত্র জীবন থেকেই প্রত্যক্ষ ভাবে এ জেলায় আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন।

জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিতে তিনি তৃণমূল পর্যায়ে ভোটের মাঠে এগিয়ে থাকায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অনেক আগ থেকেই তার পক্ষে প্রচার পচারণা শুরু করেছেন। তৃণমূলে এরইমধ্যে মাঠ গুছিয়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে প্রস্তুত দলের নেতাকর্মীরা।

গোলাম মোস্তফা স্বপন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইফপির সামুটারী গ্রামের আব্দুল হামিদ মিয়া ছেলে। এর আগে গত ১০ নভেম্বর ঢাকা থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে আওয়ামী লীগ থেকে এ আসনে সাবেক এমপি আবু সাঈদ মো. দুলাল, সাবেক সংরক্ষিত মহিলা এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফুরা বেগম রুমীসহ আরো ৩/৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। কিন্তু এখানে তাদের কোন প্রচার প্রচারণা নেই বললেই চলে।

গোলাম মোস্তফা স্বপন বলেন, শুধু একজন চেয়ারম্যান হিসেবেই নয়, একজন নাগরিক ও রাজনীতিবিদ হিসেবে এ আসনের অনেক সমস্যা সম্পর্কে অবগত। দল থেকে তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা বাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে এই আসনের সব সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন। সেই সাথে জনসেবা ও দারিদ্র বিমোচন ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত থাকতে চান। এই আসনের অধিকাংশ ভোটারদের অনুরোধেই তিনি আ’লীগ থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, গোলাম মোস্তফা স্বপন দলকে সুসংগঠিত করার পাশাপাশি একজন চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন। তিনি সাধারণ জনগনের কাছে জনপ্রিয় ও একজন দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আশা করছি এ আসন থেকে তাকে দায়িত্ব দিলে তিনি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –