• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাট কালীগঞ্জে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শনিবার রাতে ফেনসিডিলসহ জেসমুল হুসাইন শুভ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

কাকিনা চাপারতল এলাকায় তাকে আটক করা হয়।

আটককৃত শুভ ভোটমারী ইউপির মহাসিন আলীর ছেলে। সে জে টিভি অনলাইন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

কালীগঞ্জ থানার এসআই বাদল রায় বলেন, শুভ দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় ও জেটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করে সাংবাদিক বলে দাবি করে আসছেন।মাদক বিক্রী করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা ইউপির চাপারতল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুভকে আটক করলে তিনি সাংবাদিক পরিচয় দেন। তার শরীর তল্লাসী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মকুবল হোসেন বলেন, ভুয়া সাংবাদিক শুভ’র বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –