• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার। এদিন নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।  

এরইমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে নবীণ শিক্ষার্থীরা। নতুনদের আগমনে ক্যাম্পাসে ফিরে এসেছে সজীবতা। বন্ধু, সিনিয়র-জুনিয়র মিলে পূণরায় মেতে উঠেছে আড্ডায়। এদিকে শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে রোববার৷ 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ১২ দিনের শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাস খুলছে ১৯ জানুয়ারি। ৫ জানুয়ারি রোববার থেকে ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তিন জানুয়ারি শুক্রবার থেকেই ছুটি শুরু হয়েছিল। অন্যদিকে ১৬ জানুয়ারি থেকে ছুটি শেষ হলেও দুইদিনের সাপ্তাহিক ছুটির কারণে ক্লাস পরীক্ষা শুরু হবে ১৯ জানুয়ারি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –