• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।

নির্মল রঞ্জন গুহ জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে আছে। যতদিন সংকট শেষ না হবে, ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে।

আফজালুর রহমান বাবু জানান, স্বেচ্ছাসেবক লীগ সারাদেশের কৃষকদের পাশে আছে। যারা সহায়তা চাইছে তাদেরক জমির ধান কেটে দেওয়া হয়েছে, হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর ডেমরা এলাকা, দক্ষিণখানসহ দেশে ধানকাটা কার্যক্রম অব্যাহত রেখেছে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের টেলি-স্বাস্থ্যসেবা ও এম্বুলেন্স সার্ভিস অব্যাহত আছে বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ জানান, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি খবর পেলে নীরবে মধ্যবিত্তদের ঘরেও খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –