• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে সততা স্টোরের অর্থ বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

তরুণ প্রজন্ম বিশেষত শিক্ষার্থীদের সৎ ও আদর্শবান সুনাগরিক গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাহীন স্টোর চালুর কার্যক্রম অব্যাহত রাকতে অর্থ। বরাদ্দ দেয়া হয়েছে। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি হিসেবে সততা স্টোর চালুর এই অর্থ বিতরণ করেন।

বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার ৮ উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে ২০ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন বিভাগীয় পরিচালক আব্দুল করিম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ।

উল্লেখ্য, সততা ও নৈতিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ২০১৬ সালে দেশে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়। এ পর্যন্ত দেশে ২৭ হাজার সততা সংঘ ও আড়াই হাজার বিক্রেতাহীন সততা স্টোর চালু করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –