• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে নকল চিপস তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১  

রংপুরে নকল চিপস ও ফুড আইটেম উৎপাদনের অভিযোগে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জ এলাকায় রংপুর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। র‌্যাব-১৩ এর সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। কারখানাটি কোন প্রকার অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে আসছিল। অভিযানে উদ্ধার হওয়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। নকল পণ্য তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুডের সত্ত্বাধিকারী জাহিদুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –