• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধঃ মৃতের সংখ্যা বেড়ে ৭, চিকিৎসাধীন ৩২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সামছুন নাহার নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। রংপুরে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে চলতি শীত মৌসুমে গত ১৮ দিনে আগুনে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। এর মধ্যে ৬ জন নারী ও এক শিশু রয়েছে। বর্তমানে হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে এই শীতে দগ্ধ হয়ে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ জানান, তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার গৃহবধূ সামছুন নাহার দগ্ধ হয়েছিলেন। গত ২২ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। সামছুন নাহারের শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গিয়েছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –