• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর সিটি নার্সিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

শুক্রবার (২৫ জানুয়ারি) রংপুর সিটি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে। ইনস্টিটিউট ভবনে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. নুর ইসলাম।

প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমাম মোস্তফা সিটি নাসিং ইনস্টিটিউট রংপুর পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়, রাজশাহী কৃষি ব্যাংক দামোদরপুর শাখার ব্যবস্থাপক মো. ইকবাল।

বক্তব্য রাখেন সিটি নার্সিং ইনস্টিটিউট রংপুরের পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক এসএম ইয়াসির, ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফোকান, সাদেক হোসেন মাস্টার, লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, আজিজুর রহমান, লাবনী আক্তার, শিক্ষার্থী নাহিদ হাসান ও আতিয়া ইয়াসমিন আশা।

হোসাইন মো. মারুফ হানান জনি ও তাহমিনা বিনতে তৈয়বের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিটি নার্সিং ইনস্টিটিউট রংপুরের অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –