• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুর সদরের তিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যারা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। এর মধ্যে হরিদেবপুরে ৫ জন, চন্দনপাটে ৬ জন ও সদ্যপুস্করিনীতে ৫ জন প্রার্থী রয়েছেন। 

সূত্রে জানা গেছে, হরিদেবপুর ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছে মফিজল ইসলাম জর্দা (জাতীয় পার্টি), একরামুল হক (আওয়ামীলীগ), আবুল হোসেন (ইসলামি শাসনতন্ত্র আন্দোলন), শাহিনুর আলম ও ইকবাল হোসেন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন। 

চন্দনপাট ইউনিয়ন পরিষদের ৬জন প্রার্থীর মধ্যে রয়েছেন রুহুল আমিন লিটন (জাতীয় পার্টি), আমিনুর রহমান (আওয়ামীলীগ), মেরাজুল ইসলাম (বিএনপি), দিলকাদুর রহমান, লিটন চৌধুরী ও সহিদুর রহমান (স্বতন্ত্র)। 

সদ্যপুস্করিনী ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছে ফজলুল হক (জাতীয় পার্টি), মকছেদুর রহমান (আওয়ামীলীগ), সোহেল রানা, মাহাবুল হক ও কৃঞ্ষচন্দ্র বর্মন (স্বতন্ত্র)। 

রির্টানিং কর্মকর্তা রেজাউল করিম জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২৬ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –