• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুর মেডিকেলে আরো ৬১ জনের করোনা শনাক্ত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

তিনি বলেন- আক্রান্তদের মধ্যে রংপুর সিভিল সার্জন অফিস (বিদেশগামী)-১ জন, RpMC-১ জন, ঠিকাদারপাড়া-১ জন, মুন্সীপাড়া-২ জন, পাশারীপাড়া-১ জন, কামাল কাছনা-২ জন, কামদেবপুর-১ জন, বিনোদপুর-১ জন, কামারপাড়া-১ জন, সর্দারপাড়া-১ জন, ধাপ (বনানী লেন)-২ জন, সেনপাড়া-১ জন, উত্তম হাজিরহাট (হাজীপাড়া)-১ জন, বাবুখাঁ-১ জন, মাহীগঞ্জ-১ জন, ধাপ (কাকলী লেন)-১ জন, সর্দারপাড়া-১ জন, মনোহরপুর-১ জন (SSN), চেকপোস্ট-১ জন, সাতগাড়া মিস্ত্রীপাড়া-১ জন, RpMCH (চিকিৎসক-১ জন, পীরগঞ্জ ২ জন, মিঠাপুকুর ২ জন, পীরগাছা ১ জন, কাউনিয়া ১ জন।

তিনি আরো জানান- কুড়িগ্রাম সদরের ৩ জন, উলিপুর ১ জন, ফুলবাড়ী ৪ জন, রৌমারী ২ জন, রাজিবপুর ২ জন, নাগেশ্বরী ২ জন; লালমনিরহাটের হাতীবান্ধা ১ জন, পাটগ্রাম ১ জন, কালীগঞ্জ ৭ জন; গাইবান্ধা সদরের ১ জন, পলাশবাড়ী ১ জন, সাদুল্যাপুর ৩ জন, সাঘাটা ১ জন, ফুলছড়ি ১ জন। 
এছাড়াও  নীলফামারীতে ১ ( রমেকে ভর্তি) জন রয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –