• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

যেসব প্রসাধনী ফ্রিজে সংরক্ষণ করলে টিকবে বহুদিন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

নিত্য দিনের সাজগোজের জন্য নারীরা অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা বেশ ব্যয়বহুলও হয়ে থাকে। তাই এসব প্রসাধনীর সঠিক যত্ন কীভাবে নেবেন তা জেনে রাখা জরুরি।

জানেন কি, কিছু প্রসাধনী বাইরে না রেখে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এতে আপনার খরচও কমে যাবে। চলুন জেনে নেয়া যাক যেসব প্রসাধনী ফ্রিজে সংরক্ষণ করলে বেশিদিন ভালো থাকবে সেগুলো সম্পর্কে-

>> সুগন্ধি ফ্রিজে ভালো থাকে।

>> আই ক্রিম ফ্রিজে রাখুন। ঠাণ্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করবে।

>> ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। এর ফলে লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকবে। এছাড়া দীর্ঘক্ষণ ঠোঁটে অক্ষত রাখতেও লিপস্টিক ফ্রিজে রাখা জরুরি।
>> ফেসিয়াল মিস্ট বা স্প্রের বোতল ফ্রিজে রেখে দিন। এতে প্রসাধনীটি যেমন ভালো থাকবে, তেমনি ত্বক আরো দ্রুত সজীব হবে।

>> শীতে সানস্ক্রিন কমই ব্যবহৃত হয়। বেঁচে যাওয়া সানক্রিন বোতলসহ ফ্রিজে রেখে দিতে পারেন গ্রীষ্মে ব্যবহারের জন্য।

>> মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে এতে।
   
>> অ্যালোভেরা জেলের কৌটা নিশ্চিতে রেখে দিতে পারেন ফ্রিজের কোণে।

>> অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে নেইল পলিশ। বাইরে রাখলে এটি জমে যায় দ্রুত।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –