• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মোবাইল চুরির অপরাধে আইনজীবীর সদস্যপদ বাতিল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

লালমনিরহাট আদালত পাড়ায় অ্যাডভোকেটের মোবাইল ফোন চুরির দায়ে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ সদস্যপদ থেকে বাতিল হলেন রশিদুল ইসলাম। চুরির দায়ে অভিযুক্ত শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলাম লালমনিরহাট শহরের বসুন্ধরা এলাকার রহমতুল্লার ছেলে। তার জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ পরিচিতি নম্বর ছিল -১৮৪।

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পত্র পাঠিয়ে সমিতি থেকে প্রদান করা শিক্ষানবীশ আইনজীবীর পরিচয়পত্র কার্যালয়ে ফেরত দেয়ার নির্দেশ দেন।

জেলা আইনজীবী সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফয়সাল বিন মোশারফ (সাব্বির) এর মোবাইল ফোন চুরির দায়ে শিক্ষানবীশ রশিদুল ইসলামের বিরুদ্ধে সমিতির কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জেলা আইনজীবী সমিতি তদন্ত করে সত্যতা প্রমাণ পায়।

শিক্ষানবীশ আইনজীবী হয়ে চুরির সঙ্গে জড়িত থাকার অপরাধে গত ১১ জানুয়ারি আইনজীবী সমিতির সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানবীশ রশিদুল ইসলামকে সমিতি থেকে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

যার প্রেক্ষি‌তে গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ চুরির দায়ে অভিযুক্ত শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলামের সদস্যপদ বাতিল করে পত্র পাঠান। আগামীতে বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে সনদ পেলেও রশিদুল ইসলামকে সমিতির সদস্যভুক্ত না করার ঘোষণাও দেয়া হয়।

ফলে শিক্ষানবীশ আইনজীবী হলেও জেলা আইনজীবী সমিতির আজীবনের সদস্যপদ হারালেন চুরির দায়ে অভিযুক্ত রশিদুল ইসলাম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –