• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ: ডিমলায় বখাটেদের হামলায় মা নিহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

১৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত নুরজাহান। শুক্রবার রাতে নীলফামারীর ডিমলা হাসপাতালে তিনি মারা যান।

গোসল করার সময় মেয়েকে এক বখাটে ঢিল মারে। এর প্রতিবাদ করায় বখাটের পরিবার হামলা চালিয়ে আহত করে ওই মেয়ের মা নুরজাহানকে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী গ্রামের সুটিবাড়ী বাজার সংলগ্ন বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে গোসল করছিল। এ সময় প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে সজিব ঢিল মারে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা প্রতিবাদ করলে সজিবের পরিবারের লোকজন তার ওপর হামলা চালায়। আহত নুরজাহানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে তিনি মারা যান। 

নুরজাহানের ছেলে শাহ আলম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর ডিমলা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে নুরজাহানের মরদেহ জেলার মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –