• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মৃত্যুর পর মানুষের ৯ আকাঙ্খা ও আফসোস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

মানুষ যেভাবে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালাকে ভুলে দুনিয়ার জিন্দেগীতে ডুবে গেছে, তাদের জন্য এ লেখাটি। ব্যবসা, রাজনীতি, কর্মে মানুষের কতো ব্যস্ততা। যোহর নামাজের আজানেও লক্ষ লক্ষ যানবাহন চলছে, দোকান পাট চলছে, ফ্যাক্টরি চলছে, শিক্ষক-শিক্ষার্থীরা পাঠে ব্যস্ত,কৃষক মাঠে ব্যস্ত, শ্রমিক কারখানায় ব্যস্ত, গৃহিণীরা রান্নায় ব্যস্ত, সবাই সবার কাজে মহা ব্যস্ত।

এভাবে যোহর যায় ব্যস্ততায়, আসর যায় বিশ্রামে, মাগরিব যায় ঘরে ফিরার তাগিদে, এশা যায় ক্লান্তিতে, ফজর যায় গভীর নিদ্রায়। এভাবেই মানুষ ভুলে বসে আছে মহান আল্লাহ তায়ালাকে। মানুষ একদিন আফসোস করবে হায়! আমি যদি আরেকবার সুযোগ পেতাম। কিন্তু সেদিন কারো আফসোস কাজে আসবে না। তো চলুন মৃত্যুর পর মানুষের ৯ আকাঙ্খা ও আফসোসগুলো জেনে নিই-

(১) ‘হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।’ (সূরা: নাবা, আয়াত: ৪০)। 

(২) ‘হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।’ (সূরা: ফাজর, আয়াত: ২৪)।

(৩) ‘হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো।’ (সূরা: আল-হাক্কাহ, আয়াত: ২৫)।

(৪) ‘হায়! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সূরা: ফুরকান. আযাত: ২৮)।

(৫) ‘হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.) এর আনুগত্য করতাম।’ (সূরা: আহযাব, আয়াত: ৬৬)।

(৬) ‘হায়! আমি যদি রাসূলের (সা.) পথ অবলম্বন করতাম।’ (সূরা: ফুরকান, আয়াত: ২৭)।

(৭) ‘হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।’ সূরা: আন-নিসা, আয়াত: ৭৩)।

(৮) ‘হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম।’ (সূরা: কাহাফ, আয়াত: ৪২)।

(৯) ‘হায়! এমন যদি কোনো সুরত হতো- আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।’ (সূরা: আনআম, আয়াত: ২৭)।

দেখুন কাল হাশরে কেউ কারো উপকারে আসবে না। আজকে পৃথিবীর দিকে তাকান একজন আক্রান্ত হলো পুরো পরিবার পালিয়ে যাচ্ছে রোগীকে ফেলে রেখে।

হাশরের মাঠে কঠিন হিসাবের সময় স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, পিতা তার পুত্রকে দেখে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার জন্মদাতা মাকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। কেউ কারো উপকারে আসবে না। 

আজ দেখুন আল্লাহ যেই কথাগুলো বলেছেন হাশরের ময়দানে সেই ভয়াবহতার কথা তা আজ দুনিয়াতেই আমরা দেখতে পাচ্ছি। আজ করোনা হলে তা দেখে সবাই পালিয়ে যাচ্ছে৷ কেউ জানাযার নামাজ পড়তেও আসছে না। মানুষ দিন দিন যে সীমালঙ্ঘন করছে তা থেকে ফিরে আসার হয়তো শেষ সতর্কবার্তা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –