• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

“মুজিববর্ষ” ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(২২ জানুয়ারি/২০২০) দিনব্যাপী রেলওয়ে শ্রমিকলীগ এর উদ্যোগে শ্রমিকলীগ কার্যালয় প্রাঙ্গনে চক্ষু শিবির এর উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোখছেদুল মোমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে কারখানা শাখা শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, ওপেন লাইন শাখা সাধারন সম্পাদক হায়দার আলী, কারখানা শাখার অতিরিক্ত সেক্রেটারী সালেহ উদ্দিন, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।


চক্ষু শিবির পরিচালনা করে মরিয়ম চক্ষু হাসপাতাল। চক্ষু শিবিরে আগত দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর শাখার চিকিৎসক ডাঃ শাফিউল হাসান শাকিল। আই ক্যাম্পে প্রায় ২৬২ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনকে ছানী অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। যাদের মরিয়ম চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। যার খরচ বহন করছে রেলওয়ে শ্রমিক লীগ। #

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –