• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মাস্ক পরার পর করণীয়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারাবিশ্বে। এই ভাইরাস এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে লাখো মানুষের। আক্রান্তও হচ্ছে হাজারো মানুষ। তাইতো এই ভাইরাসের কবল থেকে বাঁচতে প্রায় সবাই এখন মাস্ক ব্যবহার করছেন।

তবে মাস্ক কেবল ব্যবহার করলেই হবে না, মানতে হবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ও। যা সবার মেনে চলা জরুরি। রুমাল দিয়ে ঘরে বানানো বা দোকান থেকে কেনা মাস্কের কার্যকারিতা নির্ভর করে সঠিকভাবে তা পরার উপর। তাই মাস্ক পরতে হলে কী কী করবেন আর কী কী করবেন না তা জেনে নিন-   

যা যা করবেন

> এমনভাবে মাস্ক পরবেন যেন তা উপরে দুই চোখের মাঝামাঝি নাকের যে অংশ ততটা ঢেকে রাখে। আর নিচে চিবুকের তলা পর্যন্ত ঢাকা থাকে।

> আঁটসাট করে মাস্ক পরুন। যেন কোথাও কোনো ফাঁক না থাকে।

যা যা করবেন না

> চিবুক খোলা রাখবেন না।

> নাকের তলা থেকে শুরু হয় এমনভাবে মাস্ক পরবেন না।

> ফাঁকা রেখে আলগা করে মাস্ক পরবেন না।

> চিবুকের তলায় ঠেলা দিয়ে মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না।

> শুধু নাকের ডগা ঢাকা রেখে মাস্ক পরবেন না।

জরুরি পরামর্শ

> মাস্ক সংক্রমণের থেকে বাঁচাতে পারে তবে ভুল করেও ভাববেন না, মাস্ক পরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

> সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং লকডাউনের যাবতীয় বিধিনিষেধ মেনে চলুন।

> মাস্ক পরার আগে ও পরে সব সময় হাত ধুয়ে নেবেন।

> মাস্ক পরা এবং খোলার জন্য শুধু দড়ি বা গিঁটগুলি ব্যবহার করুন।

> মাস্ক খোলার সময় কখনো এর সামনের অংশ ছোঁবেন না।

> যারা ফ্ল্যাটবাড়িতে থাকেন, ঘরে ঢোকার পর মাস্কটি খুলবেন। কারণ সিঁড়ি এবং লিফটে সংক্রমণের প্রবল সম্ভাবনা থাকে।

> প্রতিদিন মাস্ক ধুয়ে শুকিয়ে নেবেন এবং তা পরিষ্কার ও শুকনো জায়গায় রাখবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –