• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ব্লাক হেডস দূর করার উপায়গুলো জানুন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

ব্ল্যাক হেডস নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। নাকের উপরের কালো দাগের কারণে সাজগোজ করলেও ভালো লাগে না। নাকের উপর কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। ব্লাক হেডস দূর করার উপায়গুলো জেনে নিন-

১. বেকিং সোডা ত্বকের ভেতর থেকে পরিষ্কার করতে পারে। ত্বকে অনেক সময় ময়লা জমলেও ব্লাক হেডস হয়ে থাকে। দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এ পেস্টটি হালকা হাতে মুখে ম্যাসাজ করতে হবে। যখন শুকিয়ে আসবে তখন হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

২. দারুচিনি গুঁড়ো ব্যবহার করলেও ব্ল্যাক হেডস দূর হবে। কারণ একবার ব্ল্যাক হেডস হলে আবারো হতে পারে। ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে দারুচিনির গুঁড়ো। এজন্য এক টেবিল চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন। এভাবে পাঁচ থেকে দশ দিন ব্যবহার করলে ব্ল্যাক হেডসের সমস্যা চিরতরে চলে যাবে।

৩. ব্ল্যাক হেডসের হাত থেকে বাঁচতে হলুদ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিয়ে হালকা ভাবে মুখ ম্যাসাজ করে পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ব্ল্যাক হেডস দূর হয়ে যাবে। এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন।

৪. লেবুর রস ত্বক থেকে ব্রণ ও ব্লাক হেডস দূর করতে সাহায্য করে। লেবুর রসের সঙ্গে লবণ, মধু ও দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে মিশ্রণটি স্ক্রাবারের মতো মুখে ব্যবহার করতে পারেন। লেবুর রসের সঙ্গে দুধ অথবা গোলাপ জল মিশিয়ে ফেসিয়াল ক্লিনজার হিসেবে মুখে ব্যবহার করুন। টানা ১০ থেকে ১৫ দিন ব্যবহার করলে ত্বক অনেক সুন্দর ও মসৃণ হয়ে যাবে। আর এ স্ক্রাবার ব্যবহার করলে মুখের ব্লাক হেডস অনেক কমে যাবে।

৫. মধু ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। এটা ত্বককে টান টান রাখতেও সাহায্য করে থাকে। সেই সঙ্গে মধু ব্ল্যাক হেডস দূর করে থাকে। এক চামচ মধু নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে। এভাবে ১০ মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দু’দিন ব্যবহার করলে ব্ল্যাক হেডস অনেকটাই কমে যাবে।

৬. হলুদের গুঁড়োর সঙ্গে পুদিনা পাতার রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। সেটি মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এ পেস্ট সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে ত্বক থেকে ব্ল্যাক হেডস দূর হয়ে যাবে।

৭. এছাড়াও লাল চন্দন গুঁড়ো নিয়ে এর সঙ্গে হলুদ গুঁড়ো ও দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এটা মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। আর ত্বক পরিষ্কার থাকলে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনাও কমে যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –