• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ব্যারিস্টার তাপসের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮  

রাজধানীর হাজারীবাগে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের গণসংযোগে জনতার ঢল নামে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ করেন তিনি। হাজারীবাগের নীলাম্বর সাহা রোড হতে প্রচারণা শুরু করে ঘরে ঘরে গত দশ বছরে তার উন্নয়ন চিত্র তুলে ধরেন।

এ সময় তিনি ভাগলপুরের পানি সংকট সমাধানে একটি নতুন পাম্প স্থাপন, হাজারীবাগের বেড়িবাঁধের নির্মিত শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়, শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফায়ার সার্ভিস স্টেশন, শহীদ শামছুন্নেছা আরজু মনি মা-শিশু কল্যাণকেন্দ্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

1.ব্যারিস্টার তাপসের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল

এরপর তিনি ভাগলপুর লেন, কোম্পানিঘাট যান। সেখানে বিভিন্ন স্থানে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। রাতে তিনি হাজারীবাগ পার্ক মাঠে সাবেক ওয়ার্ড চেয়ারম্যান থানা আওয়ামী লীগ সদস্য ফ ক ম ইকবালের উদ্যোগে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এছাড়া বাড্ডা নগর লেনে সাবেক ছাত্রনেতা ইফতেখার উদ্দিন পলাশের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহর নেতৃত্বে এনায়েতগঞ্জে মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

2.ব্যারিস্টার তাপসের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল

সকাল হতে রাত পর্যন্ত এ জনসংযোগে উপস্থিত ছিলেন, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াসুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাদেক হামিদ সাজু, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আয়েশা মোকাররম, সিনিয়র সহ-সভাপতি মোহায়মেন বয়ান, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক বাবু, ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন এবং থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ খান মজলিশ চপল, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন তালুকদারসহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –