• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বৃষ্টি উপেক্ষা করে প্রসূতির বাড়িতে খাদ্য নিয়ে গেল ইউএনও

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রোকসানা বেগম নামের এক নারী একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার বিকেলে রংপুরে আদর্শ জেনারেল ক্লিনিকে তিনি তিনটি ছেলে সন্তান প্রসব করেন।

রোকসানা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপির বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন। 

অসহায় পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের মাধ্যমে জানতে পেয়ে রোববার বিকেলে ওই মা ও সন্তানদের খোঁজ-খবর নিতে বৃষ্টি উপেক্ষা করে দেখতে গেছেন ইউএনও মশিউর রহমান।

তিনটি সন্তানের জন্ম দেয়া ওই পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায়  ইউএনও মশিউর রহমান ওই প্রসূতি মায়ের জন্য পুষ্টির খাদ্য ও নগদ অর্থ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  উত্তম কুমার নন্দী, বুড়িমারী ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –