• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বুড়িমারী স্থলবন্দরে জীবাণু নাশক স্প্রে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনা সংক্রমণ ঠেকাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বুড়িমারি ৮নং ইউনিয়ন চেয়াম্যানের নিজ উদ্যোগে নিজের পানিবাহী গাড়ি দিয়ে ও ৩৫টি স্প্রে মেশিন নিয়ে একদল স্বেচ্ছাসেবী শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন সড়কে স্প্রে করে।

বুড়িমারি ৮নং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাঈদ নেওয়াজ নিশাতের নিজ উদ্যোগে করোনা সংক্রমণ ঠেকাতে বুড়িমারী ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হয়। তিনি অসহায় মানুষদের করোনা জীবাণু থেকে রক্ষায় এই উদ্যােগ গ্রহন করেছেন। যদি অন্য কোনো ব্যক্তি রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে করতে চায় তাহলে তিনি তার মেশিনসমূহ দিয়ে সহায়তা করবেন বলে জানিয়েছেন। 

তিনি আরোও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গা এবং সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। আমার নিজের উদ্যোগে এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এছারা এই কার্যক্রম চলমান থাকবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –