• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ত্রিদেশীয় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হওয়ার বিষয়ে বৃহস্পতিবার(২৮ অক্টোবর) বিকালে নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার(এসি) সোমেন কুমার চাকমা।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও আমদানি কারক মেসার্স রাহী ট্রেডার্সের স্বত্তাধিকারী তারেক ইসলাম রাশেদ বলেন, ভারতীয় আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকদের অনুরোধে গত ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। গত পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধা থাকার পর বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল থেকে আবার ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ থেকে ভারত ও ভুটানে রফতানি হচ্ছে। অপরদিকে ভারত ও ভুটান থেকে বাংলাদেশে আমদানি হচ্ছে। আপাতত তেমন কোনো সমস্যা নেই।

জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার(এসি) সোমেন কুমার চাকমা বলেন, সাপ্তাহিক ও সরকারি ছুটি সহ গত পাঁচদিন এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবার যথারীতি আগের মতোই আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মমুখর হয়ে উঠেছে পুরো বুড়িমারী স্থলবন্দর। তবে বন্ধকালীন সময়েও পাসপোর্টধারী যাত্রী সাধারণ চলাচল স্বাভাবিক ছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –