• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বীরগঞ্জে দুই বাংলার কবিদের অংশগ্রহনে কবি সম্মেলন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

দুই বাংলার কবিদের অংশগ্রহনে মুখরিত হয়েছিল দিনাজপুরের বীরগঞ্জের গ্রামীন জনপদ গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ। শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে সাহিত্য সংগঠন শব্দস্বরের আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবিদের অংশগ্রহনে দিনাজপুরের বীরগঞ্জে কবি সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি মুগ্ধ করছে উপস্থিত দর্শকদের। 

সংগঠটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সাবেক উপজেলা চেয়ারম্যান ও কবি বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক কবি ও গবেষক ড. মাসুদুল হক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জলিল আহমেদ, ভারতের কলকাতার কবি বন্দনা এস, সরকারী সিটি কলেজের অধ্যক্ষ কবি মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন ভারতের কলকাতার কবি প্রকৌশলী ভাস্কর বোস, সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক কবি লাল মিঞা। 

অনুষ্ঠানে ভারতের কলকাতার কবি বুলবুল সরকার রায়, কবি দেবমাল্য বসু, কবি বর্ণালী ঘোষ, কবি রিতা ঘোষ, বাংলাদেশী কবি রেজাউল আলম, কবি আবু বকর, কবি নিরঞ্জন রায়, কবি বাসব রায়, কবি আমিনুল ইসলাম আমিন, কবি মাজহারুল মোর্শেদ, বাদল রহমান, কবি শামসুজ্জামান সোহাগ, কবি ইসমত আরা জেরিন, কবি শাহিনা সুলতানা, কবি হাবিবা বেগম, কবি জুই জেসমিনসহ অর্ধ শতাধিক কবি অংশগ্রহন করেন। 
অনুষ্ঠানে স্বরোচিত কবিতা আবৃত্তি, জাতীয় সংগীত পরিবেশন, সম্মাননা ক্রেষ্ট প্রদান, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক পুস্পার্ঘ্য অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –