• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ দুইজন গ্রেপ্তার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। দিনাজপুর র‌্যাব-১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার অভিযান চালিয়ে বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রাম থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। এসময় বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের মো. বজির মিয়ার ছেলে মো. লিমন রাজা (৩২) ও কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের মৃত ভূপেন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায়কে (৩২) গ্রেফতার করা হয়।

দিনাজপুর র‌্যাব-১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিতে মো. লিমন রাজা ও লিটন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী তাদেরকে সঙ্গে নিয়ে বীরগঞ্জ সুজালপুর গ্রামে অভিযান চালিয়ে ২১ কেজি অজনের কষ্টি পাথরের তৈরি সরস্বতী মূর্তি উদ্ধার করা হয়।

আটককৃতরা জানান, মোটা অংকের টাকার বিনিময়ে পাচারের উদ্দ্যেশে এই মূর্তিটি ক্রয় করে তারা নিজ হেফাজতে রাখেন।

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদেরকে কোর্টে চালান দিয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –