• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’- এপিপিইউ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুন ২০২০  

বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে ‘নগদ’। এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের (এপিপিইউ) শীর্ষ নেতারা এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেন। 

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এপিপিইউর পোস্টাল ফিন্যানশিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর সেবার প্রসার এবং পাবলিক প্রাইভেট মডেলের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রশংসা করেন এপিপিইউর সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং। 

তিনি বলেন, নিঃসন্দেহে ‘নগদ’ এখন এপিপিইউ সদস্য দেশগুলোর ডাক বিভাগের মধ্যে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে এমন সেবা দেশগুলোর ডাক বিভাগকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শক্তি জোগাতে পারে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –