• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিশেষ দূত অভিনেত্রী অপু বিশ্বাস

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অল্প সময়ে সর্বাধিক সিনেমার নায়িকা হওয়ার স্বীকৃতি পাচ্ছেন। ভারতের ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’ এ সম্মাননা প্রদান করছে। এছাড়া এই উৎসবে বাংলাদেশের বিশেষ দূত হিসেবে অপুকে নির্বাচিত করা হয়েছে।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সম্মাননা সবসময়ই আনন্দের। আর দেশের বাইরে থেকে সম্মাননা পাওয়া সত্যিই খুব গর্বের। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাকে গর্বিত করছে। আশা করছি, সেখানে খুব দারুণ অভিজ্ঞতা হবে। এ ছাড়া উৎসবের আয়োজকরা আমাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনব্যাপী এ উৎসব। সেখানে প্রদর্শিত হবে কলকাতার বাংলা চলচ্চিত্র।

বাংলাদেশ থেকে এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ সিনেমাটি। এই আয়োজনে থাকবেন ‘খাঁচা’ সিনেমার অভিনেত্রী জয়া আহসানও। তাছাড়া বলিউড তারকাদের পাশাপাশি এ উৎসবে কলকাতার চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরো অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যায়।

অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।

এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এটি এখন মুক্তির অপেক্ষায়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –