• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিতর্কিত পোস্টের মাশুল গুণতে হচ্ছে বক্সার অভিনেত্রী জিনা কারানোকে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্টের মাশুল গুণতে হচ্ছে বক্সার অভিনেত্রী জিনা কারানোকে। এ কারণে ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডোরোরিয়ান’র শিল্পী তালিকা থেকে বাদ পড়তে হচ্ছে তাকে।

৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম আইডিতে বর্তমান সময়ের রিপাবলিকানদের হলোকাস্ট যুগের ইহুদিদের সঙ্গে তুলনা করে চরম সমালোচনার মুখে পড়েন তিনি।

লুকাসফিল্মের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জানান জিনা কারানো বর্তমানে লুকাসফিল্মের কোনো কিছুর সঙ্গেই আর যুক্ত নেই। ভবিষ্যতে তাকে নেওয়ার ব্যাপারেও তাদের কোনো পরিকল্পনা নেই।

প্রতিষ্ঠানটির দাবি, ‘সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে অবমাননাকর মন্তব্য করা অবশ্যই ঘৃণিত’।

২০০৫ সালে ‘রিং গার্ল’ দিয়ে ক্যরিয়ার শুরু করলেও ফাস্ট এন্ড ফিউরিয়াস সিক্স এবং ডেডপুলের মতো হাই প্রফোইল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে টেলিভিশন সিরিজ ‘স্টার ওয়ার’ লুকাসফিল্মের সঙ্গে যাত্রা শুরু করেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –