• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাহরাইনে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই নিয়ে বাহরাইনে বিক্ষোভ করছে দেশটির জনগণ। টানা ষষ্ঠ দিনের মতো দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকালে তাদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করে লেখা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন ছিলো। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেয় তারা। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বাহরাইনের টানা এই বিক্ষোভ থেকে বোঝা যাচ্ছে যে, ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে। বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –