• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাল্যবিয়ে: রংপুরে কাজির কারাদণ্ড

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

রংপুরে আইন লঙ্ঘন করে বারবার বাল্যবিয়ে দিয়ে যাচ্ছিলেন তাজুল ইসলাম (নিকাহ রেজিস্টার) নামের এক কাজি। বৃহস্পতিবার বাল্যবিয়ে পড়ানোর দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।

তিনি জানান, তাজুল ইসলামের বাড়ি কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামে। তার বিরুদ্ধে গোপনে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে।

তাজুল ইসলাম যেন বাল্যবিয়ে না পড়ান সে বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়। তারপরেও সম্প্রতি বেশ কয়েকটি বাল্যবিয়ে পড়িয়েছেন তিনি। এ কারণে বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় বলেও জানান উলফৎ আরা বেগম।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –