• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জার্মানির ব্যবসায়ীরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

বার্লিনে ‘বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেছেন জার্মানির ব্যবসায়ী প্রতিনিধিরা। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার বার্লিনে বাংলাদেশ দূতাবাস ও ফেডারেল এসোসিয়েশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেইন ট্রেড (বিডব্লিউএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিডব্লিউএ বোর্ডের চেয়ারম্যান মিশেল শুমান তার বক্তব্যে বাংলাদেশে উন্নয়নের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তারও প্রশংসা করেছেন।

জার্মান সোস্যাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য মার্কুস হেল্ড দু’দেশের মধ্যে সরকারি পর্যায়ে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকশ করেছেন। বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –