• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘বর্তমান সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

রংপুরে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক” কর্মসূচীর আওতায় দিনব্যাপী পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর টাউনহলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে উদ্বোধন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে সোনালী আঁশ পাটকে নিয়ে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছে। এজন্য চাষি পর্যায়ে ভালো বীজ বিতরণ, সার বিতরণসহ নানাবিধ সহযোগিতা করছে। এরই ধারাবাহিকতায় চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে। এভাবেই বর্তমান সরকার পাটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি সকলকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান। 

অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাট গবেষণা ইন্সটিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড.আবুল ফজল মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড. সরোয়ারুল হক, ধান পাট গম বীজ উৎপাদন প্রকল্প রংপুর বিভাগের মনিটরিং কর্মকর্তা রেজাউল করিম, পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। 

সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহবুব আলম বিশ্বাস। প্রশিক্ষণে একশত জন পাট চাষি প্রশিক্ষণ গ্রহণ করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –