• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু’র অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে এ্যাসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের আয় বর্ধন মূলক উপকরণ বিতরণ অনুষ্ঠিত।

মঙ্গলবার সকাল ১১টায় এসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট (এডিডি) একটি উন্নয়নমুখী, স্বেচছাসেবী সংস্থা এর আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন লাভ করে সংস্থাটি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের সমাজের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার এক মহা অভিপ্রায় নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 
এরই ধারাবাহিকতায় এডিডির প্রধান কার্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের মাঝে আয় বর্ধন মূলক সমাজে উপকরন বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে ২০টি গাভী,১৫টি সেলাই মেশিন,৫টি ছাগল বিতরন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের মোঃ তাহাবুল ইসলাম,  সভাপতিত্ব করেন ডা. মোঃ আহাদুজ্জামান চৌধুরী  (সোহাগ) নির্বাহী পরিচালক (এডিডি)। আরও উপস্থিত ছিলেন সংস্থার মোঃ রাসেল মাহমুদ, মোঃ আশরাফুল ইসলাম (এস এন টি) মোছাঃ জান্নাতুন ফেরদৌসী (চিল্ড্রেন কেয়ারার) মোঃ তাহাবুল ইসলাম (চিল্ড্রেন কেয়ারার)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএম রাসেল মাহমুদ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও প্রতিবন্ধীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –