• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে ঋণ সহায়তা পেলেন বীর মুক্তিযোদ্ধারা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মনির্ভরশীল কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এই ঋণ সহায়তার চেক প্রদান করা হয়। 

আবেদনের প্রেক্ষিতে ৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে পৃথক অংঙ্কে মোট ১ লাখ ৫৫ হাজার টাকার সহজ শর্তে এই ঋণের চেক তুলে দেন উপজেলা নিার্বাহী অফিসার রিয়াজউদ্দিন। 

ফুলবাড়ী উপজেলার এলুয়ারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মণ্ডলকে ৫০ হাজার, গণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে ২৫ হাজার, মইচান্দা গ্রামের ছাখাওয়াত হোসেনকে ২৫ হাজার, খয়েরবাড়ী গ্রামের শহিদুর রহমানকে ২০ হাজার ও সিদ্দিসি আবাসনের মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া বেওয়াকে ৩৫ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –