• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে ঋণ সহায়তা পেলেন বীর মুক্তিযোদ্ধারা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মনির্ভরশীল কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এই ঋণ সহায়তার চেক প্রদান করা হয়। 

আবেদনের প্রেক্ষিতে ৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে পৃথক অংঙ্কে মোট ১ লাখ ৫৫ হাজার টাকার সহজ শর্তে এই ঋণের চেক তুলে দেন উপজেলা নিার্বাহী অফিসার রিয়াজউদ্দিন। 

ফুলবাড়ী উপজেলার এলুয়ারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মণ্ডলকে ৫০ হাজার, গণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে ২৫ হাজার, মইচান্দা গ্রামের ছাখাওয়াত হোসেনকে ২৫ হাজার, খয়েরবাড়ী গ্রামের শহিদুর রহমানকে ২০ হাজার ও সিদ্দিসি আবাসনের মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া বেওয়াকে ৩৫ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –